Press Release Deatils

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

Date: 28 January, 2019

তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে তাদের কর্মসংস্থানে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ২৭/০১/২০১৯ তারিখ উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। এর মাধ্যমে কোর্সটি দেশের ৬টি জেলায় অবস্থিত বিসিসি’র ৬টি আঞ্চলিক কেন্দ্রে (রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুর) একযোগে শুরু হলো। আগামী ২০২০ সাল পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ কোর্স চলবে। প্রতি ব্যাচে ২০ জন করে প্রতিবন্ধী ব্যক্তি ২০ দিনব্যাপী কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের ১৬ কোটি মানুষের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদেরও সক্ষমতা উন্নয়ন করে দেশ গঠনে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা হবেএ জন্য বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রকল্প বাস্তবায়ন করছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী  দক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের পরবর্তীতে চাকুরী প্রাপ্তিতে এ প্রকল্প সহায়তা প্রদান করবে। এ প্রকল্পে সহযোগী হিসেবে সম্পৃক্ত রয়েছে সূচনা ফাউন্ডেশেন ও সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) তিনি প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করে এ প্রশিক্ষণ কোর্স মনোযোগ দিয়ে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান।

 

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেম একেযোগে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য জনাব মোঃ রেজাউল করিম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব এনামুল কবির, প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান ও মোঃ গোলাম রববানী এবং বিসিসির ৬টি আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইনচার্জগণ।